Image description
 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটের দাবি নিয়ে সবার সোচ্চার হওয়া উচিত। যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, সে দাবি সবার, আমারও দাবি।

শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় আন্দোলনকারী ও সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অনশনরত ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজনকে জুস পান করিয়ে অনশন ভাঙান। তার সকল দাবি আগামী সাত দিনের মধ্যে পূরণ করারও আশ্বাস দেন।

এ সময় সারওয়ার আলম বলেন, রাস্তাঘাট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। জমি অধিগ্রহণের জন্য ছয় লেনের কাজ শুরু করতে দেরি হয়েছে। এ ছাড়া রিটের কারণে কাজ শুরু করা যায়নি। আশা করি আগামী তিন মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাব।

 

তিনি আরও বলেন, সড়কপথে ঢাকা যাতায়াত অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। ট্রেনের ওপর চাপ বাড়ছে। এ কারণে সিলেট-ঢাকা সড়কে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। শিডিউল এবং বগি সংখ্যা বাড়ানোর জন্য ইতোমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

  

টিকিট কালোবাজারিদের উদ্দেশ্যে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজন গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ সিলেটের সঙ্গে বৈষম্য নিরসনে ৭ দফা দাবিতে অনশন শুরু করেন। তার সঙ্গে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করেন।