Image description
 
 

ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রমিক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. রফিকুল ইসলাম।  

 

শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। 

রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত রহমান মেম্বারের ছেলে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, আজ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলার জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে এবং আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ শেখ, মো. ইছাক মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, বকুল মাতুব্বর, গোপাল চন্দ্র মালো, বেলায়েত খাঁ ও সেলিম তালুকদার প্রমুখ।