Image description
 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি গত ৪৮ বছর ধরে ধানের শীষকে নিজেদের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে এই প্রতীকটি প্রয়াত মওলানা ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

 

শনিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, “শাপলা প্রতীক না দি‌লে ধা‌নের শীষ দেওয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তু‌লে বিতর্ক সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। এ ধরনের ঘটনা চলমান থাক‌লে পরা‌জিত শ‌ক্তি সু‌যোগ পা‌বে। শাপলা জাতীয় ফুল ও জাতীয় প্রতীক। কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মেলাচ্ছেন? ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগে বিএনপির দলীয় প্রতীক। এ নি‌য়ে কেন বিতর্ক তৈ‌রি হ‌চ্ছে। এসব কারণে একদি‌কে সময় নষ্ট; অন‌্যদি‌কে ঐক্যের স্প্রিরিট প্রতিহত হ‌চ্ছে।”

 

তিনি আরও বলেন, “এটা যেন বাড়ির আবদার, ছোট ভাই বলছে, যদি চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও দেওয়া হবে না। ব্যাপারটা এরকম।”