Image description

বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালে অনুষ্ঠিত বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে রবিবার রাতে আমতলী থানায় মামলা করেন আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির এবং আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপিকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’