Image description

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে কোতোয়ালী পুলিশ তাকে নগরীর বাগবাড়ি এলাকার  নিজ বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।

জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার  করে থানায় নিয়ে যায়।  

পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেফতারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার ৬ অক্টোবর সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।