
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অনিশ্চয়তা ও জটিলতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি চললেও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।
বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। সনদে রয়েছে সংবিধান সংস্কার, রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাতে চীন সফরে যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “যদি ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়, তবেই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে।” তিনি আরও জানান, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন ও আইনসভা একই সঙ্গে করার পক্ষেও তাদের অবস্থান রয়েছে।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি। সংস্কার পাশ কাটিয়ে সরাসরি নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। তার মতে, সনদের বিষয়টি যত দ্রুত সুরাহা করা হবে, তত দ্রুত রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হতে পারবে।
এদিকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে সব বড় দল কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে? তবে অনিশ্চয়তার মাঝেও নির্বাচনী হাওয়া ইতিমধ্যেই তুঙ্গে।