
‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি’ বক্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দেব। আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেটা আমি মাথা পেতে মেন নেব।’
সোমবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনে যে বিশতলা বিল্ডিং সেটাতে আমি থাকি। আমি শুনলাম, স্লোগান হচ্ছে কয়েকটা। ওপর থেকে দেখলাম, সাত থেকে আটজন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। সেটা খুব বিশ্রি স্লোগান। ফজলুকে হত্যা কর, ফজলুর রহমানকে গ্রেফতার কর ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা.. তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করছে।’
শঙ্কা প্রকাশ করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমি যে বাসায় থাকি, সেটা ভাড়া বাসা। আমি শঙ্কায় আছি, যে বাসায় ভাড়া থাকি সেই মালিক বাসায় ভাড়া থাকতে দেবেন কিনা।’