Image description

পাকিস্তান ও বাংলাদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ার জন্য ফিরোজায় যান বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এসময় ৪৫ মিনিটের বৈঠক হয়।

 

বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ফিরোজায় এসেছেন। এসময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে ইসহাহাক দার বেগম জিয়াকে শুভেচ্ছা জানান।

 

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন যাবত অসুস্থ সেই জন্য ওনারা স্বাস্থ্যের খোঁজ নেওয়া এসেছেন। শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। দেশের রাজনীতি নিয়ে কথা বলেননি। কথা বলার মাঝে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দু'দেশের রাজনীতি কোন কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে। সার্ক প্রতিষ্ঠাকালীন বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্টের সঙ্গে সার্কের ঘোষণা ও পাকিস্তান সফর নিয়ে কুশল বিনিময় করেছেন।

 

তিনি বলেন, দুই দেশের মানুষের সাথে আরো সম্পর্ক স্বাভাবিক করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে একত্রে কাজ করতে পারে। নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পাকিস্তান আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে সেটার মধ্য সেটার নেতৃত্ব তারেক রহমান দিবেন এমন কথা হয়েছে। বাংলাদেশ যাতে আগামী দিনে সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছেন। সার্ককে গতিশীল করার বিষয়ে তিনি বলেন, সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল যথাযথ ভূমিকা পালন করবে।