Image description

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির নেতা লিটন আজমের (৪০) বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ভুক্তভোগী গৃহবধূ শিরিনা খাতুন নিজে বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্ত লিটন আজম খামারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, শিরিনা খাতুনের স্বামীর বন্ধু হওয়ায় লিটন আজম প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তিনি ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিতে শুরু করেন। তবে এতে কোনো সাড়া পাননি। গত ২১ আগস্ট রাতে গৃহবধূ তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পাশের স্কুল মাঠে নাইট ফুটবল খেলা চলছিল। তাই তার স্বামী বাড়ির বাইরে থেকে গেট লাগিয়ে খেলা দেখতে যান। এই সুযোগে রাত ১০টার দিকে লিটন আজম ঘরের ভেতর ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।

গৃহবধূর চিৎকারে তার মেয়ে এবং আশপাশের লোকজন এগিয়ে এলে লিটন আজম পালিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত লিটন আজম জানান, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে লিটনকে এর আগে মৌখিকভাবে দলীয় কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মুঈন উদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”