
সাদাপাথর লুটের ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে দুর্নীতি দমন কমিশন- দুদকের তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এ রিপোর্ট নিয়ে ইতিমধ্যে সিলেটে হৈচৈ শুরু হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ও বিজিবি থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হয়েছে। বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জানান- সব তদন্ত রিপোর্টই সমন্বয় করা হবে। এরপর পাথর লুটে জড়িতদের তালিকা করা হতে পারে। একে একে সবার তদন্ত শেষ হওয়ার পর বোঝা যাবে কী উঠে এসেছে ওই সব তদন্ত রিপোর্টে। সাদাপাথর লুটের ঘটনায় দুদক গঠিত তদন্ত কমিটি বুধবার দাখিল করা হয়েছে। ওই রিপোর্টে ৪২ জন ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠানের নাম এসেছে। এতে ডিসি ও এসপি টাকা ভাগ পেতেন বলে দুদক কর্মকর্তারা তাদের রিপোর্টে উল্লেখ করেন। পাশাপাশি পাথর লুটে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগের নেতাদের নাম এসেছে। ফলে ওই রিপোর্ট প্রকাশিত হওয়ায় সিলেট জুড়ে তোলপাড় শুরু হয়।
ইতিমধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতারা সিলেটে সংবাদ সম্মেলন করে দুদকের তদন্ত রিপোর্টকে চ্যালেঞ্জ করেছেন। দুদকের এক কর্মকর্তা জানান- সিলেটে পাথর লুটের প্রেক্ষাপট তৈরি হয় আন্দোলনের মাধ্যমে। কোয়ারি খুলে দেয়ার আন্দোলনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা ছিল- এটা সত্য। আর লুটের সময় জেলা ও পুলিশ প্রশাসনের ছিল রহস্যময় নীরবতা। যে রিপোর্ট দাখিল করা হয়েছে সেটি আরও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। তবে রাজনৈতিক নেতারা জানান- তারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দিলেও কোয়ারি খুলে দেয়ার জন্য সরকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করে বক্তব্য দিয়েছেন। কোনো সমীক্ষা ছাড়া ও পরিবেশসম্মত পদ্ধতি ছাড়া পাথর উত্তোলনের পক্ষে কখনোই তাদের পক্ষালম্বন ছিল না। সেটি তারা প্রকাশ্যেই বলেছেন। এখন তাদের জড়িয়ে রিপোর্ট দেয়া হলে প্রকৃত আসামিরা রেহাই পেয়ে যেতে পারে বলে জানান তারা। এদিকে- সিলেটের বালু ও পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সদস্য শুক্রবার সাদাপাথর এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে এ তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান জানান- সাদাপাথর লুটপাটকারীদের কেউ রেহাই পাবেন না। প্রশাসনের কর্মকর্তারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে সাদাপাথরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্যাকেজ প্রোগ্রামের আওতায় এখানে উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান তিনি। পাথর লুটের ঘটনায় বিজিবি’র উচ্চপর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন সিলেটের ১৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার। এ সময় তিনি সাংবাদিকদের জানান- সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২ মাসে পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। তিনি জানান- বিজিবি সার্বক্ষণিক তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। একারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা। অধিক পরিমাণে প্রশাসনের সঙ্গে সমন্বিত টাস্কফোর্সের অভিযান চালানো হলে, সম্প্রতি এত ব্যাপকভাবে লুটপাট সম্ভব হতো না বলেও মন্তব্য করেন বিজিবি’র এই কর্মকর্তা।
কী আছে জেলা প্রশাসনের রিপোর্টে: সাদাপাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। এ রিপোর্টে পাথর লুটের ঘটনায় ১৩৭ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে ১০টি সুপারিশ করা হয়েছে। এ সুপারিশের মধ্যে রয়েছে; পাথর সমৃদ্ধ এলাকা হলেও সিলেটে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কোনো নিজস্ব কার্যালয় নেই। এখানে ব্যুরোর পক্ষ থেকে একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে। লুট হওয়া সাদাপাথর স্বস্থানে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয় ওই রিপোর্টে। এ প্রস্তাবের কার্যক্রম এখনো চলছে। এ ছাড়া পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করা এবং নিরাপত্তার জন্য পুলিশের সার্বক্ষণিক পাহারা টিম নিয়োজিত করা হয় ও বিজিবিকে সক্রিয় রাখার সুপারিশ করা হয়েছে। জেলা পুলিশের মনিটরিং টিম: সাদাপাথর লুটের ঘটনার পর কোম্পানীগঞ্জে পুলিশের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা যথাযথভাবে কর্তব্য পালন করছেন কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে ওই টিম। সিলেটের এডিশনাল এসপি মো. রফিকুল ইসলাম মানবজমিনকে জানান- মনিটরিং টিমের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে পাথর লুটের ঘটনায় ইতিমধ্যে যেসব মামলা দায়ের করা হয়েছে সেগুলোর আসামি গ্রেপ্তার ও তদন্ত কাজ চলমান রয়েছে। থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের দিকে পুলিশ বেশি করে নজর দিয়েছে বলে জানান তিনি।