Image description

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক সম্ভাবনা ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা। দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি, বিনিয়োগ, রপ্তানিতে বিদ্যমান শুল্ক সমস্যা, দেশের রাজনৈতিক অবস্থা এবং আসন্ন নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে জামায়াত আমির বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বিশেষ করে পোশাক শিল্পে রপ্তানির ক্ষেত্রে আমাদের বিশ্বজুড়ে অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সৎ নেতৃত্ব, নির্বাচনভিত্তিক সংস্কার এবং গণতন্ত্র চর্চার মাধ্যমে বাংলাদেশকে একটি করাপশন ফ্রি ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব।”

 

এ সময় রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বাংলাদেশের রফতানিতে শুল্ক সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যৎ নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতের আগ্রহের প্রসঙ্গে অধ্যাপক পরওয়ার বলেন, “তিনি জানতে চেয়েছেন নির্বাচন কবে হবে, কী ধরনের নির্বাচন হবে। আমরাও বলেছি, রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এছাড়া পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সুবিধাও আমরা ব্যাখ্যা করেছি। বেশিরভাগ দল এই পদ্ধতির পক্ষে মত দিয়েছে।”

পিআর পদ্ধতি সম্পর্কে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এতে কালো টাকা, পেশীশক্তি এবং মনোনয়ন বাণিজ্য কমবে, ভোটারের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে এবং একটি কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠনের সুযোগ তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আশা ব্যক্ত করা হয়।