
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লেখেন, ‘একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক।’ সোমবার (২৮ জুলাই) রাত ১১ টায় এ পোস্ট দেন।
পোস্টে আরও উল্লেখ করেন, ‘অন্য কোন উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।’
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অনেকে এটিকে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।