আনুষ্ঠানিকভাবে গতকাল সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল তিনি সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জসহ ছয় জেলায় সমাবেশ করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। আজ তিনি রংপুরে জনসমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে উত্তরাঞ্চলের জেলাগুলোর সফর শুরু করবেন। জাতীয় তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর তিনি মিরপুরে জামায়াতের জনসমাবেশে যোগ দেন। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ ছাড়া সারা দেশে প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
ঢাকা-৮ আসনে হেঁটে গণসংযোগ শুরু করেছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-১৩ আসনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রচারণা শুরু করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রাজধানীর গোড়ানের বাগানবাড়ি এলাকায় গণসংযোগ করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। একই আসনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন ঢাকা-১০ আসনে জামায়াতের অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।
ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তালতলা, মিরপুর ১০ ও ১৩ এলাকায় প্রচারণা চালান। ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় প্রচারণা শুরু করেছেন বিএনপির মো. নবী উল্লা, জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী আন্দোলনের মো. ইবরাহীম, গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির মীর আবদুস সবুর ও এলডিপির মো. হুমায়ূন কবির।
শাহ আলীর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম। একই আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াতের প্রার্থী গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রচারণা শুরু করেছেন। ঢাকা-১৯ আসনে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এনসিপির দিলশানা পারুল প্রচারণা শুরু করেন।
বাংলাদেশ প্রতিদিনের সারা দেশের প্রতিনিধিরা জানান, গাইবান্ধা-২ আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি মিছিল বের করেন। একই আসনে জামায়াতের আবদুল করিম জেলা শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।
বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লাহিড়ীপাড়া ও রাজাপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির নেতারা। জুলাই শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে একই আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই শহীদ মো. ইসমাইলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের প্রার্থী মো. মহসিন।
প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারণায় নেমেছেন কক্সবাজারের চারটি আসনের প্রার্থীরা। কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়ার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন। কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন একই আসনে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ মহেশখালীর মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রচারণা শুরু করেন। একই আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেন। কক্সবাজার-৩ আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া পাড়া থেকে প্রচারণা শুরু করেন। জামায়াতের শহীদুল আলম বাহাদুর পারিবারিক কবরস্থানে জেয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন।
কক্সবাজার-৪ আসনে বিএনপির শাহজাহান চৌধুরী সোনারপাড়া বাজারে পথসভার মাধ্যমে ও জামায়াতের নুর আহমদ আনোয়ারী পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় গণসংযোগ করে প্রচারণা শুরু করেন। রাজশাহী-১ আসনে গোদাগাড়ী থেকে প্রচারণা শুরু করেন জামায়াতের মুজিবুর রহমান ও বিএনপির শরীফ উদ্দিন।
রাজশাহী-২ আসনে নগরীর মহিলা কলেজের সামনে থেকে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। সাহেববাজার জিরোপয়েন্ট থেকে প্রচারণা শুরু করেন জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। পবা উপজেলার দামকুড়া থেকে বিএনপির শফিকুল হক মিলন ও নওহাটা থেকে জামায়াতের আবুল কালাম আজাদ রাজশাহী-৩ আসনে প্রচারণা শুরু করেন। বাঘার শাহদ্দৌলার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন রাজশাহী-৬ আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ। রাঙামাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী দীপনে দেওয়ান। বরকল উপজেলার ছোট হরিণা বাজার থেকে প্রচারণা শুরু করেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা। বান্দরবানের থানচি উপজেলায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বিএনপির সাচিং প্রু জেরী। নাইক্ষ্যংছড়ি উপজেলায় এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং সদর উপজেলায় প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলনের মো. আবুল কালাম আজাদ।
জুলাই শহীদ মামুন হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার। দোয়া-মোনাজাত ও লিফলেট বিতরণের মাধ্যমে বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন বরিশাল-১ আসনে বিএনপির এম জহির উদ্দিন স্বপন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বরিশাল-২ আসনে বিএনপির সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, আলহাজ গোলাম কিবরিয়া টিপু প্রচারণা শুরু করেছেন। আন্ধারমানিক ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বরিশাল-৪ আসনে বিএনপির রাজীব আহসান। একই আসনের ইসলামী আন্দোলনের সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ এছাহাকসহ জামায়াত প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রচারণায় নেমেছেন বরিশাল-৫ আসনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। একই আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার দোয়া মোনাজাতের মাধ্যমে এবং বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্ত্তী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রচারণা শুরু করেন। বরিশাল-৬ আসনের বিএনপির প্রার্থী আবুল হোসেন খানসহ ছয় প্রার্থী প্রচারণা শুরু করেছেন। দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
এদিকে আজ সকালে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোটের প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ঘোষণার মধ্য দিয়ে প্রচারণা শুরু করার কথা জানিয়েছেন এনসিপির প্রার্থী সারজিস আলম। পঞ্চগড়-২ আসনে বিএনপির ইমরান আল আমীন শহীদ মিনার, মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে প্রচারণা শুরু করেন।
শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রতীক ফুটবল নিয়ে গণসংযোগ ও প্রচারণা করে সাধারণ মানুষের কাছে ভোট এবং সমর্থন চান। এর আগে, গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন তিনি।