Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছাড়া একই দিন দেশব্যাপী বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

বিএনপির সব পর্যায়ের নেতা, শুভাকাঙ্ক্ষীদেরকে মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশ নিতে অনুরোধ করা হলো।