Image description
জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে।

জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আন্তর্জাতিক মহল থেকে একের পর এক শোকবার্তা আসছে। এ ঘটনায় সারা দেশে ব্যাপক শোকের আবহ সৃষ্টি হয়েছে।

 

এ নিয়ে শোকবার্তায় ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন মিশন জানায়, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবার, বন্ধু এবং এই ঘটনায় মর্মাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শোকবার্তায় ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন জানায়, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ এ সময় তারা এই কঠিন সময়ে শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের মানুষের সাথে আমরাও শোকাহত। তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসের বিবৃতিতে ওসমান হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার গুরুত্বের ওপর জোর দেয়া হয়।

জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।

এই ঘটনার প্রেক্ষিতে ফলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেন তিনি।

বিবৃতিতে ফলকার তুর্ক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।