Image description
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল নেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে এ কৌশল সাজাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। পাশাপাশি নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে সীমাবদ্ধ রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ-বিক্ষোভ হবে-এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল। কিন্তু এর ব্যাপ্তি এতবড় ও গভীর আকার ধারণ করবে তা ধারণার বাইরে ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশের বিদ্যমান নাজুক পরিস্থিতি কয়েক দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। এ অবস্থায় নির্বাচন পেছানোর কোনো ধরনের চিন্তা করছে না ইসি। তফসিল ঘোষিত সময়ে ভোটগ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ে ভোটগ্রহণে পরিস্থিতির উন্নয়নে করণীয় ঠিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল রোববার ইসিতে অনুষ্ঠেয় এ বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের ডাকা হয়েছে। বৈঠকের পর সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং আইজিপি প্রেস ব্রিফিং করবেন। এর মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে কানাঘুষা চলছে তা কিছুটা দূর হবে বলেও মনে করছে ইসি।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার যুগান্তরকে বলেন, ‘নির্বাচনি পরিস্থিতি তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ করছে। আরও কী ধরনের পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি হবে, সেটা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্দিষ্ট তারিখেই ভোটগ্রহণ হবে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।’

ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে পরিবর্তন এনেছে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও আপিল নিষ্পত্তির সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগে আপিল দায়েরের সময়সীমা ছিল ৫-১১ জানুয়ারি সাতদিন। এখন তা পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি করা হয়েছে। আর আপিল নিষ্পত্তির সময় দেওয়া হয়েছে ১০-১৮ জানুয়ারি, যা আগে ছিল ১২-১৮ জানুয়ারি। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনি বিধিমালায় আপিল দায়েরের জন্য পাঁচ দিন সময় উল্লেখ রয়েছে। ওই বিধি লংঘন করে তফসিল ঘোষণা করে ইসি। পরে ওই ভুল ধরা পড়ায় তা সংশোধন করা হয়। তবে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর বহাল রাখা হয়েছে। এছাড়া তফসিলের প্রজ্ঞাপনে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ রেফারেন্স হিসেবে উল্লেখ ছিল, তা বাদ দেওয়া হয়েছে।

এবার জাতীয় সংসদ ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই প্রথম নির্বাচন করতে যাচ্ছে ইসি। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মূল শুটার নিরাপদে বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। একই সময়ে ময়মনসিংহসহ দেশে বেশ কয়েকটি নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নির্বিঘ্নে নির্বাচন হবে কিনা-তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সারা দেশে কী কী ঘটনা ঘটছে, সেই তথ্য সময়ে সময়ে সংগ্রহ করা হচ্ছে। অনেক ঘটনা ঘটছে যেগুলোর আগাম তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। আবার অনেক ঘটনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সূত্রমতে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আজ শনিবার শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন কেন্দ্র করে সহিংস কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলোও তাদের নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি অভিযান জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনি পরিবেশ উন্নতির চেষ্টা চলছে।