Image description

বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত হওয়ার ঘটনার পরে ১০ শতাংশ যাত্রী কমেছে মেট্রো রেলের। এদিকে আধুনিক এই পরিবহনের সুরক্ষা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে। গতকাল সোমবার ঢাকার উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ এসব কথা জানান।

তিনি বলেন, ‘ওই ঘটনার (বিয়ারিং প্যাড দুর্ঘটনা) আগে প্রতিদিন চার লাখ ৬০ হাজারের বেশি যাত্রী মেট্রো ব্যবহার করত।

ঘটনার পরে সেটি কমে চার লাখের আশপাশে এসেছে।’ এদিকে গত রবিবার সচিবালয় স্টেশনে মেট্রোর ছাদে একটি কিশোর উঠে পড়ার ঘটনায় নিরাপত্তা আরো জোরদার করার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘গত রাতে একটি ঘটনা হয়েছে। তার জন্য ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে।

পাবলিক সেফটি ইজ ফার্স্ট, এটা আমরা মেইনটেইন করবই।’

তিনি বলেন, ‘আমরা এখন থেকে আরো সতর্ক থাকতে চেষ্টা করব। আমরা এখন স্টেশনগুলোর নিচেও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি। তাতে অন্তত উৎস কোথা থেকে, সেটা আমরা বুঝতে পারব।

কিশোরের ছাদে উঠে যাওয়ার ব্যাখ্যায় এমডি বলেন, ‘আমরা ভিডিওতে দেখেছি ছেলেটি কারওয়ান বাজারের কোনো এক জায়গা থেকে উঠেছে। সেখান থেকে আগারগাঁও আসে। সেখানে এসে ট্রেন পরিবর্তন করে। তারপর সচিবালয় স্টেশনে যাওয়ার পরে দুটি ট্রেনের সংযোগস্থল দিয়ে সে ছাদের ওপর ওঠে। তার উদ্দেশ্য কী ছিল, সেটা আমরা এখনো জানি না। এটা পুলিশ দেখবে। ছেলেটি যে বিদ্যুতায়িত হয়নি এটিই সৌভাগ্য।’

ওই কিশোর ছাড়াও মেট্রো রেল লাইনে আর কেউ ছিল কি না, জানতে সারা রাত ফিজিক্যালি সার্চ এবং সকালে সুইপ ট্রেন দিয়েও দেখা হয়েছে বলে জানান ফারুক আহমেদ।

গত রবিবার এক কিশোর মেট্রো রেলের ছাদে উঠে পড়ার পর রাত ৮টা ৫ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীরা মই লাগিয়ে তাকে নামিয়ে আনলেও রাতে আর ট্রেন চালানো হয়নি। গতকাল সকাল থেকে আবার যথানিয়মে ট্রেন চলাচল শুরু হয়।

ভূমিকম্পে মেট্রো রেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (স্থানচ্যুতি) হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ভূমিকম্পের পরে চার-পাঁচ ঘণ্টা পুরো মেট্রো রেলের সব অবকাঠামো আমরা পরীক্ষা করেছি। কোনো কিছু ঘটলে সাধারণত আমরা একটা ট্রেন টেস্ট রান চালাই পাবলিক সার্ভিসের আগে। ওই দিন আমরা দুটি ট্রেন দুই দিক থেকে চালিয়েছি। এ ছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আমরা ফিজিক্যালি চেক করেছি। এটার জন্য আমাদের ট্রেন চালাতে ২৭ মিনিট দেরি হয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো সত্য নয় জানিয়ে তিনি বলেন, ‘একটা দেয়ালে একটু ক্র্যাক হয়েছে, দুটি টাইলস পড়েছে, সিলিং থেকে দুটি সিলিং প্যাড খুলেছে।’ এ ছাড়া মেট্রো রেলের আশপাশে ককটেল পাওয়া গেছে।