Image description

রাজধানীর কাওরান বাজার এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর পথরোধ করে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কাওরান বাজারের আম্বারশা মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ব্যবসায়ীর নাম মো. লিটন (৪৫)। তিনি তেজগাঁও কাওরান বাজার বসুন্ধরা মার্কেটের পেছনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন।

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তার স্বামী কাওরান বাজারে কাঁচামাল কে‌নেন এবং সেখানেই বিক্রি করেন। প্রতিদিনের মতো আজও তিনি সন্ধ্যায় বাসা থেকে বের হন। পরে তারা সংবাদ পান, কাওরান বাজার আম্বারশা মসজিদের পাশে তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। এ সময় ছিনতাইকারীরা লিটনের সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত কাঁচামাল বিক্রেতাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়‌টি তেজগাঁও থানা পুলিশকে জানা‌নো হ‌য়ে‌ছে।