খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্টল বরাদ্দকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে লেদার ইঞ্জিনিয়ারিং ২৪ ব্যাচের শিক্ষার্থী ফাহিম গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫ ব্যাচের অ্যাডমিশন সার্কুলার প্রকাশের পর স্টল স্থাপনের জায়গা নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্টল বরাদ্দ নিয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ২৪ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ২৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে সিভিল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ হাতে থাকা এন্টি-কাটার দিয়ে ফাহিমের তলপেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালি এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডি বি এম ইকরামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ফাহিমকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর বি এম ইকরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনায় জড়িত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার গভীরতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।