Image description

কুমিল্লার দেবিদ্বারে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় তারা যোগদেন।

মতবিনিময় সভায় ধামতী ইউনিয়নের বিএনপি নেতা ডা. গিয়াস উদ্দিন নেতৃত্বে সিরাজুল ইসলাম, আলী আশরাফ, শহিদুল্লাহ, নজরুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তাদের এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, ধামতী ইউনিয়ন আমীর মাওলানা মহিউদ্দিন খান, ধামতী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মজিবুর রহমান প্রমূখ।