Image description

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানের মালিকানাধীন এই গোডাউনটিতে আকস্মিকভাবে আগুন লাগে। এতে প্রায় ১০ লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও মালামাল উদ্ধারকাজে সরাসরি অংশ নেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান। তিনি শুধু নির্দেশই দেননি—বরং নিজ হাতে ও মাথায় করে তুলার বস্তা বাইরে এনে উদ্ধারকাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে আশপাশের স্থানীয়রা গোডাউনের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওসি মোল্লা খালিদ হাসান নিজেই মাথায় বস্তা নিয়ে বের হতে শুরু করলে স্থানীয়রা সাহস পায় এবং দ্রুত মালামাল সরাতে এগিয়ে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “ওসি সাহেব যেভাবে নিজের ঝুঁকি নিয়ে তুলার বস্তা সরালেন—এটা সত্যিই অবিশ্বাস্য। তিনি আমাদের পাশে দাঁড়িয়ে গোডাউনটিকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন।”

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ জানায়, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক বলেন, ওসি স্যার নিজে মালামাল মাথায় নিয়ে বের হতে শুরু করলে উপস্থিত লোকজনও তাকে অনুসরণ করে বস্তা বের করতে থাকে। মূলত লোকজনকে উদ্ধারে অংশ নিতে উদ্বুদ্ধ করতেই তিনি নিজে আগে এগিয়ে যান।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের মতে, ওসি মোল্লা খালিদ হাসানের মানবিকতা, বুদ্ধিমত্তা ও সাহসিকতা পুলিশি দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।