সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বৃহস্পতিবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।
রোববার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৪ নভেম্বর ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
শীর্ষনিউজ