Image description

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হল আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর ফলে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেশের ৭টি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫টি বাস সার্ভিস প্রদান করে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ বাস সেবা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল ছিল। একেকটি বাসে আসনের তুলনায় অধিক শিক্ষার্থী যাত্রা করায় বহু শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বাসে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে বিভাগীয় শহরগুলোতে অতিরিক্ত বাস সার্ভিস দেওয়ার অনুমতি চেয়ে শাখা শিবিরের পক্ষ থেকে জকসু নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়। কিন্তু কমিশন ওই আবেদনে কোনো সাড়া দেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে পারছে না এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করতে বাধ্য হচ্ছে এসব বিবেচনায় আমরা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য বাস ম্যানেজ করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও তারা আমাদের বাস সার্ভিসের অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় আমরা বাসগুলো দিতে পারছি না। এ অবস্থায় আমরা কী করতে পারি শিক্ষার্থী ভাইবোনদের মতামত কামনা করছি।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বাস দেওয়ার জন্য আমরা অনুমতি দেব না। একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে তাদের এমন উদ্যোগ আমরা অ্যালাও করতে পারি না।