মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের।
আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।
আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, সন্ধ্যায় আবুল সরকারকে আদালতে হাজির করা হলে বিচারক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠান।
এদিন ভোরে আবুল সরকারকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে নেওয়া হয়। এ ঘটনায় ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি।
এদিকে, দুপুরে ওই বাউলের বিচার দাবিতে মানববন্ধন করেছে একদল লোক। এ সময় তার শাস্তির দাবি জানিয়েছে তারা।