পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে আবারও বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪৫ দিন পর্যন্ত রূপপুর প্রকল্পে উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ।
বুধবার রাত সাড়ে ১০টায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেসনোটের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রেসনোটে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ৪৫ দিনব্যাপী এই বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেএসসি আসে’ প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত এই পরীক্ষাটি সম্পন্ন করবে।
পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে মাঝে মধ্যে কিছু সময়ের জন্য তীব্র ও বিকট শব্দ শোনা যেতে পারে। রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্বনির্ধারিত, স্বাভাবিক এবং নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয় বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।