Image description

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিতে।

এ সময় হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখা যায়। মুখে কাপড় প্যাঁচানো থাকায় কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।

এলাকাবাসী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছেন।

গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখা কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় অফিসের কোনও কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলমান রয়েছে।’