 
              সিরাজগঞ্জের রায়গঞ্জে কর্মজীবনের শেষ কর্মদিবসেই মৃত্যু হয়েছে এক প্রধান শিক্ষকের। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম (৬০)।
ফজলুল করিম রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, শুক্রবার (৩১ অক্টোবর) ছিল ফজলুল করিমের অবসরের দিন। কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবারই ছিল তার কর্মজীবনের শেষ দিন। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ক্লাস নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ফজলুল করিম ১৯৯৩ সালে মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হলে তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এরপর প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
সহকর্মী কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “তার এমন মৃত্যু আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। তিনি ছিলেন শান্ত, নির্লোভ, শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক। আজ শুধু চাকরি নয়, জীবন থেকেও তিনি বিদায় নিলেন।”
ফজলুল করিমের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 