Image description

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন (৪৫) মারা গেছেন। তার এমন মৃত্যুতে ভোলা জেলার দৌলতখানের নিজ বাড়িতে শোকের মাতম বইছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নায়েক আক্তার হোসেন ভোলার দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মান্নান মিয়ার ছেলে।

জানা যায়, গত ১১ অক্টোবর সকালে কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের বাইশফাঁড়ি এলাকার রেজু-আমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি টহল দল বের হয়। দলটি ৪০ নম্বর সীমান্ত পিলারের আনুমানিক ৫০০ গজ দূরত্বে সীমান্ত সড়কের পাশে প্রস্তাবিত নতুন একটি বিওপির জায়গায় রুটিন টহলে গিয়েছিল। এ সময় সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন দুই পায়ে গুরুতর আঘাত পান। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরদিন ১২ অক্টোবর বিকেলে বিজিবির একটি হেলিকপ্টারে করে তাকে নিয়ে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।