Image description

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় যেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে না মিলে যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমন ইঙ্গিতই দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে কমিশন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

তথ্যমতে, সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যে হত। যদিও কোভিড-১৯ এর পর থেকে সেই সূচিতে পরিবর্তন এসেছে। চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এপ্রিলে। মূলত সেই বিষয়টি যেন এগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক করা না হয়, ইসি সচিব এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

 

জানা যায়, বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চারজন নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সচিব আরও বলেন, ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নানা বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে আনা হয়েছে। কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করতে এবং সেখানে যাওয়ার রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগেভাগেই এসব প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।