কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় আবারও গুলি পড়ল এপারের বসতঘরে। রবিবার (২৬ অক্টোবর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান বাড়ির মালিক মো. আয়ুব।
এর আগে গত শনিবার বিকালে মায়ানমারের গুলি পড়ে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হোয়াইক্যং আমতলীর বাসিন্দা মো. আয়ুব বলেন, সকালে আমাদের সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় আমার ঘরের টিনের চালে বিকট শব্দ শুনে আমি বের হয়। চালে উঠে টিন ছিদ্র হতে দেখার পর ঘরের দেয়ালে একটি গুলি পাওয়া যায়।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরের টিনের চাল ছিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম। তবে কেউ হতাহত হননি। মাঝে মধ্যেই মায়ানমার সীমান্তের গোলাগুলির ঘটনায় এপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় আরাকান আর্মির সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে সংঘাত চলছে। সম্ভবত, আরসা ও আরএসও কোনো এক পক্ষের সঙ্গে আরাকান আর্মির গোলাগুলির ঘটনায় সীমান্তের এপারে গুলি পড়েছে।