Image description

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ভারতে যাওয়ার প‌থে দর্শনা জয়নগর ইমি‌গ্রেশন পু‌লি‌শ ভ্রমণ রোধ করে নারায়ণগঞ্জের আজিজুর রহমানকে (৫২) আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, আজিজুর রহমানের নামে ঢাকার বিভিন্ন থানায় ৭টি মামলা আছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাকে নেওয়ার জন্য ওই থানার পুলিশ সদস্যরা রওনা হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত ১১টায় জেনেছি, তারা পথেই আছেন। তারা পৌঁছালে আজিজুর রহমানকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

দর্শনা জয়নগর ইমি‌গ্রেশন ইনচার্জ তারেক জা‌নান, রবিবার দুপুরে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় আজিজুর রহমান নামে এক ব্যক্তির ভ্রমণ রোধ করে তাকে দর্শনা থানার সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ বি‌ভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আজিজুর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকার মতিউর রহমানের ছেলে। তার নামে ডিএমপি’র তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফআইআর নং-১০, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২৮২, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৪; সময়-০২:৩০, ধারা-143/448/342/385/386/323/427/380/307/506/109/34 The Penal Code, 1860-সহ ৭টি মামলা রয়েছে।