রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হয়েছেন সিএম আজাদ আবুল কালাম নামে এক ব্যক্তি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, “ইচ্ছে তো অনেক... আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
ছবি: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সিএম আজাদ আবুল কালামের লেখা ফেসবুক পোস্ট
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলের একটি পিলার থেকে হঠাৎ করেই বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায় এবং তা পথচারী আজাদের মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানা যায়, নিহত আজাদের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার কিশোরকাঠি গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
দুর্ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মানস কুমার দে বলেন, “আমরা গভীরভাবে দুঃখিত। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, বিয়ারিং প্যাডের একটি অংশ সংযোগস্থল থেকে আলগা হয়ে পড়ে যায়। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনে পরিবারের একজনকে চাকরির সুযোগ দেওয়া হবে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদের শেষ স্ট্যাটাস ঘিরে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে লিখেছেন— "মৃত্যুর আগেই যেন তিনি জীবনের ভার অনুভব করেছিলেন।"
এদিকে দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ আবু নাইম নোমান নামের এক সাংবাদিক কবিতা বানিয়ে লিখেছেন, "ঝরে পড়া উন্নয়ন"
ঝরে পড়লো মেট্রোর উন্নয়ন
থেমে গেল কালামের জীবন।
ছিটকে গেল মাথার মগজ
দৈনন্দিন দুর্ঘটনায় মৃত্যু কি এত সহজ?
ফুটপাতে পড়েছিল তার রক্তাক্ত নিথর দেহ
শতশত মানুষ দাঁড়িয়ে দেখেছে, ধরেনি কেহ।
প্রতিনিয়ত দুর্ঘটনায় মরছে মানুষ কত শত
আর কত মরলে হবে সরকারের বিবেক জাগ্রত?
এই পদ্মাসেতু, মেট্রোরেল
এক্সপ্রেসওয়ে আর কর্ণফুলী টানেল!
সবকিছুই ছিল কি শুধু উন্নয়নের বুলি?
আসলে উন্নয়নের নামে এসব ছিল দুর্নীতির ঝুলি।
অনলাইন সেবা, মোবাইল ব্যাংকিং
ই-টেন্ডার, ই-গভর্নেন্সই যেন দেশ ডিজিটাল।
ঘুষ ছাড়া ফাইল নড়ে না, ডিজিটালের এ কী হাল?
তদন্ত করলে দেখা যাবে সব কিছুই টালমাটাল।
কালামের মৃত্যুতে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ!
জীবনের দাম যেন পানি দরে।
আর কাউকে দিওনা এমন মরন
আর্জি মাওলা তোমার পাক দরবারে।