Image description

অধ্যাপক ছাড়াই পাঠদান চলছে দেশের ৫টি সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়ে। আর ৩টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক আছেন মাত্র একজন করে। দুজন অধ্যাপক আছেন এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ৫০তম এই প্রতিবেদনটি গত মার্চ মাসে প্রকাশিত (প্রকাশকাল) হলেও সম্প্রতি প্রিন্ট কপি বের করেছে সংস্থাটি।

অধ্যাপক ছাড়াই চলছে এমন ৫টি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে-চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

আর বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ ‍কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক আছেন মাত্র একজন করে। দুইজন অধ্যাপক আছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে।

শিক্ষা সংশ্লিষ্টদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষার মূল অনুষঙ্গ গবেষণা ও প্রকাশনা ব্যবস্থাপনা। যে কাজগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই নেতৃত্ব দিয়ে থাকেন। অথচ বছরের পর পর বিশ্ববিদ্যালয়ে এমন অধ্যাপক শূন্যতা কিংবা অপর্যাপ্ততা উচ্চশিক্ষার মানকে যেমন ক্ষুন্ন করছে, তেমনি করছে প্রশ্নবিদ্ধ।

জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত নতুন। ওখানকার শিক্ষক হিসেবে প্রভাষক নিয়োগ হন, তাদের অধ্যাপক পদে যেতে লাগবে অন্তত ১৫ বছর। পুরানো বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক পদমর্যাদার কেউ নতুন বিশ্ববিদ্যালয়ে যেতে চান না। 

জানতে চাইলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাাসকে বলেন, আমরা শিক্ষকসহ জনবল চেয়ে প্রায় বছরখানেক আগে আবেদন করেছিলাম। কিন্তু স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ইউজিসি শিক্ষক দেয়নি। এ ছাড়াও বর্তমানে দুইজন সহকারী ও একজন সহযোগী অধ্যাপক রয়েছেন। স্থায়ী ক্যাম্পাসের কারণে অধ্যাপক দেওয়া হচ্ছে না।

ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ২০১৮ সালে। বর্তমানে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ৬৬০ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ১০৪ জন। এরমধ্যে ৭৩ জন প্রভাষক ও ৩১ জন সহকারী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই একজনও। 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালে। বর্তমানে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ১৮০ জন। এর বিপরীতে স্থায়ী শিক্ষক রয়েছেন ৯ জন। তারা সবাই প্রভাষক। এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই একজনও।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ৯৬৬ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ৪৬ জন। এরমধ্যে ১৮ জন প্রভাষক ও ২৮ জন সহকারী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই একজনও। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ২০১৬ সালে। বর্তমানে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা এক হাজার ৬৮৩ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ৩৩ জন। এরমধ্যে ৮ জন প্রভাষক, ২৪ জন সহকারী অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেই একজনও। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ২০১৩ সালে। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো শিক্ষার্থী নেই। অধিভূক্ত মাদ্রাসাগুলো দেখাশোনা করে বিশ্ববিদ্যালয়টি। এখানে ৮ জন শিক্ষক রয়েছে। এরমধ্যে ৭ জনই প্রভাষক এবং বাকি একজন সহকারী অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই একজনও।