Image description
♦ ভোটের কেনাকাটা ৭০ শতাংশ চলতি মাসেই সব সম্পন্ন হবে ♦ প্রবাসীদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ♦ ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক রবিবার ♦ সংলাপসূচি-নতুন দলের নিবন্ধন চূড়ান্ত আগামী কমিশন সভায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। নির্বাচনি কেনাকাটার ৭০ শতাংশ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেপ্টেম্বরের মধ্যে সব কেনাকাটা শেষ হতে পারে।

এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়ে আদালতের দিকে তাকিয়ে আছে সাংবিধানিক এ সংস্থাটি।

সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ বানানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে ভোট গ্রহণের পর তা দেশে ফেরত আনা হবে। দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে তাদেরও এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

গতকাল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। নিবন্ধন করে দেশে এসে কোনো প্রবাসীর ভোট দেওয়ার সুযোগ নেই। ইসি সচিব জানান, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। আর ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং কবে নাগাদ সেগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত আসবে, তা তফসিলের ওপর নির্ভর করছে। যেভাবে ভোট, খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে : ইসি সচিব বলেন, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে একটা ‘স্পেস’ দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।

 
 
 আপডেট: ০১:০০, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  •  
  • google_news
  •  

সংসদ নির্বাচনের প্রস্তুতি

সীমানা নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি

♦ ভোটের কেনাকাটা ৭০ শতাংশ চলতি মাসেই সব সম্পন্ন হবে ♦ প্রবাসীদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ♦ ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক রবিবার ♦ সংলাপসূচি-নতুন দলের নিবন্ধন চূড়ান্ত আগামী কমিশন সভায়
 নিজস্ব প্রতিবেদক
 প্রিন্ট ভার্সন
সীমানা নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। নির্বাচনি কেনাকাটার ৭০ শতাংশ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেপ্টেম্বরের মধ্যে সব কেনাকাটা শেষ হতে পারে।

এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়ে আদালতের দিকে তাকিয়ে আছে সাংবিধানিক এ সংস্থাটি।

সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ বানানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে ভোট গ্রহণের পর তা দেশে ফেরত আনা হবে। দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে তাদেরও এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

গতকাল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। নিবন্ধন করে দেশে এসে কোনো প্রবাসীর ভোট দেওয়ার সুযোগ নেই। ইসি সচিব জানান, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। আর ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে এবং কবে নাগাদ সেগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত আসবে, তা তফসিলের ওপর নির্ভর করছে। যেভাবে ভোট, খাম ও নির্দেশনা যাবে নিবন্ধিত প্রবাসীর কাছে : ইসি সচিব বলেন, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে একটা ‘স্পেস’ দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।

ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক রবিবার : ইইউ পর্যবেক্ষণ দলের মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। নির্বাচনের আগের পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে তারা। প্রতিনিধিদলে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা।

মূল কেনাকাটা সম্পন্ন হবে সেপ্টেম্বরেই : ভোট সামনে রেখে নির্বাচনি সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে। ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে।

অধ্যাদেশ সংশোধন অনুমোদন : নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন অধ্যাদেশ গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানান ইসি সচিব। নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠন ও এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

সংলাপসূচি-নিবন্ধন চূড়ান্ত আগামী কমিশন সভায় : নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব। নিবন্ধন প্রক্রিয়ায় থাকা ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।

সীমানা : সীমানা নির্ধারণ হয়েছে ৩০০ আসনের। এরই মধ্যে সংক্ষুব্ধ হয়ে কেউ কেউ আদালতে রিট আবেদন করেছে। এমন পরিস্থিতিতে আদালতের দিকে তাকিয়ে আছে ইসি। সীমানা নির্ধারণের বিষয়ে আইনে বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের বিষয়ে কোনো আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না। বাগেরহাট, ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। আদালতে অন্তত ১৮টি রিট হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন।