Image description

কারাগারে বন্দি মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

 

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে ৩ জুলাই সাবেক এই এমপিকে ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেফতার করে মানিকগঞ্জের ডিবি পুলিশ। এরপর থেকে তিনি মানিকগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে আওয়ামী লীগের দুই দফার সাবেক সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।

 

সূত্রমতে, ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে সংস্থাটি। এরপর গত ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫-এর এজাহারনামীয় ১৩ নাম্বার আসামি দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি। এছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া অপর একটি মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।  

 

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৩ জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

 

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।