Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে একটি বিশেষ প্যাকেজ নিয়ে ওয়াশিংটন গেছে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক হবে এবং এর মাধ্যমে ভালো একটি ফল আসবে বলে সরকার আশাবাদী।

এদিন চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এখন থেকে কেউ প্রতীকী মূল্যে সরকারি জমি পাবে না। জমি নিতে হলে সরকারকে অর্থ পরিশোধ করতে হবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, সার এবং এলএনজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শীর্ষনিউজ