Image description
 

রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছে তিনজন।

 

সোমবার (২৮ জুলাই) বিকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘ভালো খবর হলো ইন্টারমিডিয়েট পর্যায়ের তিন জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। তবে আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবারের অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’

অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘গতকাল (রোববার) ভেন্টিলেটরে দুজন ছিল, তাদের একজনকে আমরা হারিয়েছি। বর্তমানে ৩৩ জন ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৩ জন এবং সিভিয়ার ৩ জন। মোট শিশু আছে ২৭ জন।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন। তবে মোট মৃত্যুর সংখ্যা বলতে তিনি সম্মত হননি। 

তিনি বলেন, মোট মৃত্যুর সংখ্যা জানাবে মন্ত্রণালয়।