
রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলসহকারে সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে এক পুলিশ সদস্যকে ঘিরে মারধর করেন কয়েকজন আন্দোলনকারী। ঘটনাটি মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ সময় সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের একটি পোস্টে প্রশ্ন তোলেন—এরা কারা, কী চায়? আর আজ সকাল থেকে কিছু মানুষ অনলাইনে যেভাবে উসকানি দিচ্ছেন, তার উদ্দেশ্যই বা কী?
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ঘটনার তদন্ত চলছে।
শীর্ষনিউজ