Image description
 

Ahmad Musaffa(আহমদ মুসাফ্ফা)


 
বিএনপি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে। কারণ বিএনপির ইমেইজ এখন ভাল নাই, তাই তারা জিয়ার ইমেইজ দিয়ে বিএনপির ইমেইজ নির্মাণ করার চেষ্টা করতেছে।
এতে আসলে হিতে বিপরীত হচ্ছে।
অতীতের গালগপ্প দিয়ে নতুন জেনারেশনকে আর বুঝ দিয়ে রাখা যাবে না। তারা বর্তমান বিএনপিকে দেখেই এই বিএনপিকে জাজ করবে। বিএনপির ইমেইজ কী হবে সেটা বর্তমান বিএনপিকে দেখেই তারা নির্ধারণ করবে। হাসিনা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলে ধরে আওয়ামী লীগের ইমেইজ নির্মাণ করতে চাইছিল। তার সব চেষ্টা বিফলে গেছে, বিএনপি একই পথে হাঁটলে সেই চেষ্টাও বিফলে যাবে। গ্যারান্টিড।
বর্তমান বিএনপিকে দিয়েই এই জেনারেশনকে সন্তুষ্ট করতে হবে। এছাড়া অন্য কোন উপায় নাই।
বাংলাদেশের মানুষ একটা রিফর্মড বিএনপি চাচ্ছে। এজন্য তার ভুল ত্রুটির সমালোচনা করছে। সমালোচনাগুলোকে আমলে নিয়ে বিএনপির মধ্যে একটা শুদ্ধি অভিযান চালিয়ে একটা ক্লীন বিএনপি সবার সামনে হাজির করাটা জরুরী ছিল।
কিন্তু বিএনপি উল্টা পথে হাঁটছে। তারা এখন রাজাকার, বাংলা ছাড়, শাহবাগের শিবির জবাই করার স্লোগান দিচ্ছে। এগুলো দিয়ে ক্রাইসিস মোকাবেলা যাবে না।
একটা জিনিস বুঝেন, এসব স্লোগান দিয়ে জামায়াত শিবিরের বিন্দুমাত্র ক্ষতি হচ্ছে না। গত জুলাইতেই আওয়ামী লীগ সুলভ এসব স্লোগানের কবর রচনা হয়ে গেছে। এগুলো এখন আর মার্কেট পাচ্ছে না। তাছাড়া বিএনপির জন্ম হয়েছিল পাকিস্তানপন্থী সাবেক মুসলিম লীগ নেতাদের হাত ধরে। ঐ ইতিহাস ধরে যদি টান দেওয়া হয়, তখন বিএনপিও ছাড় পাবে না।
এই জেনারেশন অনেক বেশি রাজনীতি সচেতন। আওয়ামী স্টাইলের রাজনীতি তাদের সাথে চলবে না। এই বিষয়টা আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন।
১৯৪৭ সালের পরে মুসলিম লীগ ছিল সবচেয়ে বড় দল। তাদের বিকল্প চিন্তাই করা যেত না। তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ১৯৭১ সালের পরে আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় দল, তাদের রাজনীতিও শেষ হয়ে গেছে। দেশের মানুষ তার প্রয়োজনে বিকল্প তৈরি করে নেয়। বিএনপির বিকল্প নাই এই মিথ থেকে বের হোন।
অতীতমুখিতা বাদ দেন, বর্তমানের দিকে নজর দেন। তারেক রহমানকে দেশে আসতে বলুন। বিএনপির মধ্যে জেনুয়িন রিফর্ম করেন, জনগণের মাঝে আবার আস্থা ফিরিয়ে নিয়ে আসেন।
বাংলাদেশের জন্য বিএনপিকে লাগবে। বর্তমানের লেজেগুবরের বিএনপি দিয়ে চলবে না। আমাদের দরকার শহীদ জিয়ার বিএনপি, একটা রিফর্মড বিএনপি।