Image description

অ্যালবেনিয়ার রাজধানী তিরানা। যে শহরটি সাধারণত দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলের জনপ্রিয়তার ছায়ায় ঢাকা পড়ে যায়। এবার উঠে এসেছে ইউরোপের সেরা বাজেট ভ্রমণ গন্তব্যগুলোর শীর্ষে। বিশেষ করে যারা সীমিত বাজেট নিয়ে ইউরোপ ঘুরতে চান, তাদের জন্য তিরানা হতে পারে আদর্শ একটি শহর।

একটি শহরকে ‘সাশ্রয়ী’ হিসেবে আখ্যায়িত করতে গেলে অবশ্য কিছুটা সাবধানতা প্রয়োজন। কারণ, তা নির্ভর করে আপনি কোন দেশ থেকে যাচ্ছেন। যেখান থেকে আসা পর্যটকদের কাছে ইউরোপ অনেক সময় ব্যয়বহুল মনে হতে পারে, তিরানার খরচ তুলনামূলকভাবে অনেক কম।

টাইম আউট প্রকাশিত তালিকায় উঠে এসেছে তিরানার অসাধারণ মূল্যের পাশাপাশি শহরের অভিজ্ঞতাগুলোর কথা। যেখানে এক গ্লাস বিয়ার মাত্র €৩.৪৫ এবং এয়ারবিএনবিতে রাতপ্রতি গড় ভাড়া €৪৬।

তালিকায় লেখা হয়েছে, ‘তিরানা কমিউনিস্ট আমলের ইতিহাসে সমৃদ্ধ। বাংকার্ট ১ (Bunk’art 1), যা ছিল এক সময়কার ঠান্ডা যুদ্ধকালীন বাংকার — এখন রূপ নিয়েছে একটি জাদুঘরে। জনপ্রিয় এই দর্শনীয় স্থানটিতে প্রবেশমূল্য মাত্র £৪। এছাড়া ঐতিহ্যবাহী অনেক ভবনেই দেখা যায় রঙিন স্ট্রিট আর্ট।’

এছাড়াও, মিস্টিক ২ (Mystic 2)-এর মতো রেস্টুরেন্ট এবং রেডিও বার (Radio Bar)-এর মতো বারগুলোয় অত্যন্ত সাশ্রয়ী দামে দারুণ খাবার ও ককটেল উপভোগ করা যায়।

সংস্কৃতিপ্রেমীদের জন্য রয়েছে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম এবং ন্যাশনাল গ্যালারি অব আর্টস, যা একটি ছোট্ট বিরতি নেওয়ার মতো স্থান। তবে সময় থাকলে শহরের প্রায় ২৫ কিমি পূর্বে অবস্থিত মাউন্ট দাজতি ন্যাশনাল পার্কও ঘুরে দেখা উচিত।

তিরানা ছাড়াও তালিকায় রয়েছে আরও কিছু চমৎকার ও সাশ্রয়ী ইউরোপীয় শহর বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, ক্রোয়েশিয়ার জাগরেব, এবং লিথুয়ানিয়ার কাউনাস।