
নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সিয়াম মিয়া (১৬) নামে এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখরনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সিয়ামের বন্ধু সাকিব আল হাসান বলেন, ‘১১ বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে। এক পর্যায়ে কয়েকজন জেটি থেকে নদীতে ঝাঁপ দেয়। বন্ধুদের দেখাদেখি সিয়ামও ঝাঁপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায় সিয়াম। এরপর থেকে নিখোঁজ রয়েছে সিয়াম।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান আছে। এখনও সন্ধান মিলেনি ওই শিক্ষার্থীর।
পারিবারিক সূত্র জানায়, তিন সন্তানের মধ্যে সিয়াম ছিলেন একমাত্র ছেলে। সাঁতার না জানার পরও বন্ধুদের সঙ্গে নদীতে নেমেছিলেন তিনি। এরপর থেকে নিখোঁজ সিয়াম।
সিয়ামের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মা ছুটে যান নদীর পাড়ে।