Image description

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের (২০২৩) মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ মে-র মধ্যে আবেদন করতে হবে। সেখানে যাদের আবেদন গ্রহণযোগ্য হবে তারাই পরবর্তীতে ৩১ মে পৃথক মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সোমবার (৫ মে) এনটিআরসিএ এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক কাজী কামরুল আহসানের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের ২৭ অক্টোবর থেকে এবছরের ২৯ মে পর্যন্ত অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এ সময়ের মধ্যে যারা নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছেন, তারা নির্ধারিত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সুযোগ পেতে পারেন। তবে সেজন্য আবেদনপত্র আগামী ২০ মে তারিখের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৩১ মে সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এসময় পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।

এরআগে যারা তারিখ পরিবর্তনের আবেদন করে ইতোমধ্যে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের আবার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।