Image description
 
রাজধানীর শেওড়াপাড়া থেকে বিজয় সরণী পর্যন্ত বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার বিকালে সমস্যা দেখা দিলে চলাচল বন্ধ রাখা হয়।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর প্রকল্প পরিচালক মো. জাকারিয়া আমার দেশকে বলেন, আমিও শুনেছি— একটা সমস্যা হচ্ছে। সে কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটছে। যেখান থেকে বিদ্যুৎ সঞ্চালিত (ওসিএস) হয়, সেখানে সমস্যা হচ্ছে।
 
 
একাধিক যাত্রী জানিয়েছেন, মিরপুর ১১ নম্বর স্টেশনের যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে তারা বিকল্প বাহনে যাতায়াত করছেন। বৈদ্যুতিক সমস্যা ঠিক করা হলেই মেট্রোরেল আবারও চলাচল করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে এতে কত সময় লাগবে, তা এখনই জানাতে পারেনি তারা।
 
অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. রেজাউর রহমান আকন্দ বলেন, আমিও সমস্যার কথা শুনেছি, পাওয়ারে সমস্যাটা। শেওড়াপাড়া থেকে বিজয় সরণীতে সমস্যা হচ্ছে, একটা টিম যাচ্ছে।