Image description
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প » চীনের এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় ১০ টি বিল পায়নি ঠিকাদার । অর্থ ছাড় করাতে চার দফা নিষ্ফল বৈঠক , কারণ জানতে দেওয়া হবে চিঠি । প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৭.৩০ এবং অর্থনৈতিক অগ্রগতি ৮৮.৮০ শতাংশ । ঢাকা - পদ্মা সেতু- যশোর নতুন রেলপথে দিনে চলছে ১০ টি যাত্রীবাহী ট্রেন ।