
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় দুজন শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিকভাবে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
অভিযুক্ত শিক্ষকেরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান চাঁন এবং একই ইনস্টিটিউটের শিক্ষক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (লিটু)।
অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চার্জশিট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট এমনটি জানিয়ে অধ্যাপক ড. সায়মা হক বলেন, এ বিষয়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি তাদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে। এবিষয়ে সিন্ডিকেট নীতিগতভাবে একমত হয়েছেন। সংশ্লিষ্টজনের সাথে কথা বলে কমিটি অভিযোগগুলোর সত্যতা পেয়েছে।
সেটার ভিত্তিতে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় যে প্রথমিকভাবে চার্জশিট গঠনসহ পরবর্তী অন্যান্য ধাপগুলো সঠিকভাবে আইনী প্রক্রিয়া অনুসরণ করা হবে। আইনী প্রক্রিয়ায় যেন কোন ভুল ক্রুটি না থাকে সে বিষয়ে আমরা অভিজ্ঞ আইনজীবীদের থেকে পরামর্শ নিবো।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইতোমধ্যে এই দুই শিক্ষককে বয়কট করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।