
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় তাকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালত হাজতে নেওয়া হয় এবং তখন থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার ছিল। অল্প সময়ের মধ্যে আদালতে হাজির করে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করলে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হয়।
পরে ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেফতার হলে চুনারুঘাটের এ মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন জানান, সোমবার চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলারধার্য তারিখ ছিল বিধায় তাকেসহ আরও কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়।