
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার সকাল ১০টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। অনেকে ৫ম তলায় আটকা রয়েছেন, তাদের নামাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মার্কেটের নিচের তলাগুলোতে দোকান খোলা থাকায় এবং ৫ম তলায় এখনো মানুষ অবস্থান করায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে তাদের নিচে মানার অনুরোধ করা হচ্ছে, যাতে তারা কোনভাবে আটকা না পড়েন।
তৃতীয় তলায় থাকা এক দোকানী জানান, পঞ্চম তলায় প্রথমে একটি দোকানে আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়েছে কয়েকটি দোকানে। এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, উপরে প্রচুর ধোঁয়া থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।