Image description

গাজায় সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে সেখানে সফর করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। 

শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

অ্যাডমিরাল কুপার বলেন, তাঁর সফরের উদ্দেশ্য ছিল সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করা, যা গাজার যুদ্ধোত্তর পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি স্পষ্ট করে জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তাঁর ভাষায়, ‘আমি গাজা সফর শেষে ফিরেছি। সেখানে আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধশেষে একটি স্থিতিশীল ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।’

ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সেন্টকম প্রধানের এই সফর যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশগ্রহণের একটি ইঙ্গিত, যেখানে তারা সরাসরি সামরিক উপস্থিতি নয়, বরং পুনর্গঠন ও মানবিক সমন্বয়ে ভূমিকা রাখতে চায়।