Image description

৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্পেন তার সামরিক বাজেট বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই ন্যাটো থেকে দেশটিকে বহিষ্কার করা উচিত। এর আগে যুক্তরাষ্ট্রের চাপে বার্ষিক জাতীয় প্রতিরক্ষা ব্যয় দেশের জিডিপি’র ২ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করবে বলে প্রতিশ্রুতি দেয় ন্যাটো।

 

এদিন হোয়াইট হাউসে সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে দেখা করার সময় ট্রাম্প বলেছেন, স্পেনকে প্রতিরক্ষার ব্যয় বাড়াতে হবে। নইলে ন্যাটো থেকে দেশটির সদস্যপদ বাতিল করা হবে। ইউরোপীয় দেশগুলোর নেতাদের স্পেনকে চাপ দেওয়ার দাবি জানিয়েছেন ট্রাম্প।

 

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ন্যাটোর শীর্ষ-সম্মেলনে বিভিন্ন সদস্যদেশ ২০৩৫ সালের আগে দেশের প্রতিরক্ষা ব্যয় ধীরে ধীরে নিজ নিজ জিডিপি’র ৫ শতাংশ উন্নীত করবে বলে ঘোষণা দিয়েছে। তবে স্পেনের প্রধানমন্ত্রী শীর্ষ-সম্মেলনের ঘোষণা সই করলেও দেশের প্রতিরক্ষা ব্যয় চলমান জিডিপির ২.১ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আগস্ট মাসে স্পেনের সামরিক পক্ষ যুক্তরাষ্ট্র থেকে এফ৩৫ জঙ্গি বিমান ক্রয়ের পরিকল্পনা বাতিল করেছে। যদিও যুক্তরাষ্ট্র ন্যাটোর বিভিন্ন দেশের জাতীয় প্রতিরক্ষার ব্যয় জিডিপি’র ৫ শতাংশ উন্নীত করার দাবি করেছে। তবে ২০২৪ সালে ওয়াশিংটনের সামরিক ব্যয় মাত্র ৩.৪ শতাংশে দাঁড়িয়েছে। এর জবাবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ৫ শতাংশের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার দরকার নেই, তবে ন্যাটোর অন্যান্য দেশ এটি মেনে নিতে হবে।