Image description

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি), ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের।

কর্মকর্তারা জানিয়েছেন, আটক এক সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করা হয়েছে, যার বিরুদ্ধে মোসাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে আইনজীবী তুগরুলহান দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এজেন্টের সঙ্গে যুক্ত গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি করতেন।

প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই একটি ফৌজদারি আদালতে পাঠানো হয়। সেখানে রাজনৈতিক বা সামরিক গুপ্তচরবৃত্তির জন্য গোপনীয় রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সিচেক যিনি মুহাম্মাদ ফাতিহ কেলেস নামেও পরিচিত, একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা পরিচালনা করতেন এবং মোসাদের একজন অপারেটিভের অনুরোধে ইস্তাম্বুলে একজন ফিলিস্তিনি কর্মীর ওপর নজরদারি চালাতেন। এই কাজের জন্য চার হাজার ডলার ক্রিপ্টোকারেন্সি পেয়েছিলেন তিনি।

তিনি আর্থিক লাভের জন্য ডিপ গোয়েন্দাদের পাবলিক রেকর্ড থেকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন এবং সিচেকসহ অন্যান্য গুপ্তচরদের সহযোগিতা করতেন। সিচেক এর আগে মুসা কুসের সঙ্গে কাজ করেছেন, যাকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।